তুমি আছো তাই রোদ্দুর ছেড়ে
বৃষ্টির গান গাই,
তুমি আছো তাই ঘুমের ঘোরে
স্বপ্ন দেখে যাই।
তুমি আছো তাই গভীর রাতে
জোছনা নেমে আসে,
তুমি আছো তাই সূর্য আজো
দিনকে ভালোবাসে।


তুমি আছো তাই শরতের মেঘ
উড়ে যায় আকাশে,
তুমি আছো তাই রোদ ঝড়ে পড়ে
শিশির ভেজা ঘাসে।
এতো আয়োজন তোমার জন্যে
কেন তুমি বোঝনা?
নিজের কাছে নিজের মন আর
পাবে না, খুঁজো না।


তুমি আছো তাই রঙ যে ছড়ায়
কৃষ্ণচূড়ার ডালে,
তুমি আছো তাই কষ্ট হারায়
সাগর জলের নীলে।
চেয়ে দেখনা হাওয়ার চাদরে
মন যেন আজ দোলে-
দূরে কোথাও যেওনা তুমি
ভুল করে, পথ ভুলে।